ত্রাণের চালের স্লিপ চাওয়ায় দরিদ্র নারীকে জুতাপেটার অভিযোগ: কমিশনারের বাড়ীতে হামলা –

- Update Time : ১০:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ত্রাণের চালের স্লিপ চাওয়ায় লাইলী বেগম (৫৫) নামে এক দরিদ্র নারীকে জুতাপেটা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকালে ওই নারী রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ওই অভিযোগ করেন। লাইলী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর গ্রামের রমজান মন্ডলের স্ত্রী।
লাইলী বেগম বলেন, ‘তার স্বামী একজন দরিদ্র দিন মজুর। বর্তমানে তার নেই কোন কাজ। খুব কষ্টে চলছে সংসার। সোমবার সকাল ১০টার দিকে তিনি পাশের বাড়ীতে পানি আনতে যান। সে সময় ওই এলাকায় ত্রাণের চালের স্লিপ বিতরণ করছিলেন স্থানীয় ৯ নং ওয়ার্ড মেম্বর আব্দুর রশিদ মনি। তিনি তখন মেম্বারের কাছে গিয়ে একটি স্লিপ চান। এতে মনি মেম্বর ক্ষিপ্ত হয়।’
‘আমরা গরীব মানুষ, কোথায় যাব’ এ কথা বলার পরই কমিশনার তাকে গালাগাল করেন এবং তাকে জুতা পেটা করেন।
লাইলীর ছেলে জুয়েল মন্ডল ও হামজেলা মন্ডল জানান, সে সময় তারা বাড়ীতে ছিলেন না। খবর পেয়ে তারা বাড়ীতে এসে তার মাকে জুতাপেটা করার কথা শুনেছেন। তারা এ ঘটনার জন্য দায়ী মেম্বারের বিচারের দাবী জানান।
মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণে স্লিপ দেয়া কালে কথাকাটাকাটির এক পর্যায়ে লাইলী বেগম মেম্বার মনি’কে জুতাপেটা করে। সে সময় মনিও লাইলীকে কয়েকটি চর থাপ্পর দেয়। এর কিছু সময় পর লাইলীর স্বাজনরা জোট বন্ধ হয়ে মনি মেম্বারের বাড়ীতে হামলা ও ভাংচুর করে। বিষয়টি তিনি সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান জানান, পাল্টা-পাল্টি অভিযোগ উঠেছে। ফলে উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করে দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়