করোনাভাইরাস: সামাজিক দুরত্ব না মানায় পাংশায় ৬ জনকে জরিমানা –

- Update Time : ০৯:৫৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ২৯ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় লকডাউন কার্যকর করতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন পাংশা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনকে সহযোগীতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগন।
মঙ্গলবার পাংশা শহরের বিভিন্ন এলাকায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করেছেন। আগামী ১০ মে থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে এমন সংবাদে আজই কিছু ব্যবসায়ী দোকান পাট খুলে ব্যবসা বাণিজ্য শুরু করে দেওয়ায় তাদের প্রাথমিক ভাবে সর্তক করে দিয়ে আগামী ১০ তারিখের পূর্বে যেন ব্যবসা প্রতিষ্ঠান না খোলা হয় সে ব্যাপারে কঠোর হুশিয়ারী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
মঙ্গলবার আইন অমান্য করায় ৬ ব্যাক্তিকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ৩ জনকে ও সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন ৩ জনকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। এ সময় ভ্রম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়