রাজবাড়ীজুড়ে লকডাউন: বাজার-রাস্তা দেখে বোঝার উপায় নেই!-

- Update Time : ১০:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বড় বাজার ও রাস্তা গুলোতে মানুষের চাপ প্রতিদিনই বাড়ছে। এখন আর মানুষের মাঝে করোনা বিস্তার ও আক্রান্তের ভয় কাজ করছেনা। সামাজিক দুরত্ব বজায় রেখে মানুষের বাজারে পন্য ক্রয়ের কথা থাকলেও তা এখন আর ক্রেতা সাধারণ মানছেন না। এক প্রকার স্বাভাবিক সময়ের মতই তারা কেনাকাটায় ব্যস্ত থাকতে দেখা গেছে।
এতে করোনা ভাইরাস বিস্তারের ঝুকি রয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের বাজারে চলাচলে ভীর লক্ষ করা গেছে। বাজারের অলি গলি মানুষ আর যানবাহনে ঠাসা। বৃষ্টির মধ্যের তারা বাজারে ভির করছেন কেনা কাটা করতে।
বাজারে মানুষের ঢল দেখে বোঝার উপায় নেই করোনা ভাইরাসের এ সময়ে সামাজিক নিরাপত্তা বিরাজ করছে। উপচেপড়া ভিরের মধ্যে মানুষের এরকম গাদাগাদি করে কেনাকাটা করার ফলে করোনা ভাইরাসের সংক্রমন ঝুকিতে পরেছে সাধারণ মানুষ। মানুষের মাঝে নেই করোনা ভাইরাসের আতঙ্ক।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়