রাজবাড়ীতে ৮০ জনের নমুনা সংগ্রহ, আজ পাঠানো হয়েছে ২৪ জনের, নতুন সনাক্ত নেই –

- Update Time : ০৬:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০
- / ৪৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ৫টি উপজেলা থেকে আজ সোমবার পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আজই সংগ্রহ করা হয়েছে ২৪ জনের নমুনা।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, আজ বিকাল পর্যন্ত ৪০ জনের নমুনার রিপোর্ট হাতে পাওয়া গেছে। যার মধ্যে ৩৫ নেগেটিভ এবং ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। যদিও এরা আগেই করোনা আক্রান্ত হয়েছেন। পজেটিভ এই ৫ জনই রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি আছে। গত রবিবার যে ১২ জনের নমুনা পাঠানো হয়েছিল, তাদের নমুনাও নেগেটিভ এসেছে। ফলে নতুন করে রাজবাড়ীতে আর কেউ আক্রান্ত হননি। তিনি আরো বলেন, বিশেষ করে নারায়নগঞ্জ এবং ঢাকা থেকে যে সব মানুষ রাজবাড়ীতে এসেছেন এবং এখন খানিকটা অসুস্থ রোধ করছেন, তাদেরকে লাজ-লজ্জা ও দ্বিধা ভুলে স্বজন এবং প্রতিবেশিদের বাঁচাতে দ্রুততার সাথে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা প্রদান করার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়