রাজবাড়ীতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ৬শত ডলারসহ দুই যুবক গ্রেপ্তার –

- Update Time : ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
- / ২৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার ৬শত ডলারসহ দুই যুবককে ডিবি পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, টাংগাইল জেলার কাজীবাড়ী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে পারভেজ মিয়া ও মানিকগঞ্জ জেলার খলিলাবাদ গ্রামের কাদের আলীর ছেলে শওকত আলী।
আজ শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে সদর উপজেলার বাগমারা এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা গড়াই পরিবহণের একটি বাস থেকে পারভেজ মিয়া ও শওকত আলীকে আটক করে। সেই সাথে তাদের পরনে থাকা হাফ প্যান্টের মধ্য থেকে ৭০ হাজার ৬শত ডলার উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়