দায়িত্ব গ্রহণ করলেন রাজবাড়ীর নতুন ডিসি দিলসাদ বেগম –

- Update Time : ০৮:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
- / ৩২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন দিলসাদ বেগম। তিনি গত রবিবার রাজবাড়ীতে যোগদান করেছেন। আজ সোমবার বিকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। দিন ভর নানা কার্যক্রম শেষ করে বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দিলসাদ বেগম-এর কাছে দায়িত্বভার প্রদান করেন, বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
নতুন জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজবাড়ী বার্তা ডট কম কে জানান, তিনি ২০০৩ সালে তিনি বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান জানান, নতুন জেলা প্রশাসক হয়েছেন দিলসাদ বেগম গত রবিবার রাজবাড়ীতে এসেছেন। সেই সাথে তিনি রাজবাড়ীতে যোগদানের অনুষ্ঠানিকতা শুরু করেছেন। আজ সকল আনুষ্ঠানিকতা শেষ করে তিনি কাজ শুরু করেছেন।
অপরদিকে, যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ ১২ জন কর্মকর্তা।
বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী রাজবাড়ী বার্তা ডট কম কে জানান, দুই বছরেরও অধিক সময় রাজবাড়ীতে তিনি অবস্থান করেছেন। এই কর্মকালিন সময়ে তিনি রাজবাড়ী বাসির অনেক সহযোগিতা পেয়েছেন। তবে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়