শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ীর চার উপজেলায় ভোট গ্রহণ শুরু

- Update Time : ০৯:৪৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
- / ৩৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজবাড়ীর ৪টি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও পাংশা উপজেলার মোট ২৬৬টি ভোট কেন্দ্রে এক যোগে এ ভোট গ্রহন শুরু হয়েছে। বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
ভোট গ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম এবং কেন্দ্রগুলোতে ভোটারদের কোন লাইনও দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তারা।
রাজবাড়ীর ৪টি উপজেলায় ৮ জন চেয়ারম্যান, ১৫ জন পুরুষ ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এবিএম নুরুল ইসলাম।
নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বচন সুষ্ঠ করতে নিরাপত্তার দ্বায়িত্বে নির্বাচনী মাঠে রয়েছে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ২৯৪ জন পুলিশ, ৩ হাজার ১৯২ জন আনসার ভিডিপি, ৯ প্লাটুন বিজিবি ও ৬৪ জন র্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনী এলাকা গুলোর বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়