উপজেলা নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

- Update Time : ১০:২৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
- / ৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
২৪ মার্চ রাজবাড়ী জেলার চার উপজেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শুক্রবার রাত ১২ টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার বিকালে প্রকাশ করা রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা মাজিষ্ট্রেট মোঃ শওকত আলী স্বাক্ষরিত আদেশপত্র অনুযায়ি, বেবিটেক্সি, অটো রিকশা, ইজি বাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনের আগে ও পরে আগামী শনিবার (২৩ মার্চ) রাত ১২ টা থেকে রবিবার (২৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মোটরসাইকেলের বেলায় এই নিষেধাজ্ঞা শুক্রবার (২২ মার্চ) রাত ১২টা থেকে রবিবার (২৪ মার্চ) রাত ১২টা পর্যন্ত। একই ভাবে নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়