পাংশায় আ’লীগ চেয়ারম্যান প্রার্থী আরুজের সংবাদ সম্মেলন

- Update Time : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- / ৩৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ নির্বাচেনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর তোলা অভিযোগের জবাব দিয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ. কে. এম শফিকুল মোরর্শেদ আরুজ। বুধবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে করা সংবাদ সম্মেলনে তিনি স্বতন্ত্র প্রার্থীর করা অভিযোগের প্রতিবাদ করতে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় আগেরদিন স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মিথ্যা দাবি করেন।
সংবাদ সম্মেলনে শফিকুল মোরর্শেদ আরুজ বলেন, আমার প্রতিদ্বন্দী প্রার্থী ফরিদ হাসান ওদুদ গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে যে নির্বাচনী কার্যালয় ভাংচুরের অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট।মুলত তিনি (প্রতিদ্বন্দী প্রার্থী) ও তার ভাইয়েরা সন্ত্রাসীদের লালন করেন। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নিজেরাই নিজেদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করে আমার নেতাকর্মীদের ওপর মিথ্যা ও মনগড়া অভিযোগ করছেন। আমি জনগণকে বিশ্বাস করি এবং জনগণের ওপর আমার পূর্ণ আস্থা আছে। জনগণ যে রায় দেবে আমি সেটি মেনে নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আলী বিশ্বাস, পৌর মেয়র আব্দুল আল মাসুদ, পৌর প্যানেল মেয়র অতুর সরদার প্রমূখ।
উল্লেখ্য, আগামী ২৪ মার্চ পাংশাসহ রাজবাড়ীর ৪ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ২ জন চেয়ারম্যান, ২ জন পুরুষ ও ২ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়