এসএসসি’র ফল প্রকাশ, জেলার সেরা রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অহনা –
- Update Time : ০৯:৫২:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ২৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান গ্রুপ থেকে জেলায় এবার সর্বচ্চ নম্বর পেয়ে গোল্ডেন এ + পেয়েছে ফওজিয়া খানম অহনা। এসএসসি রোল ছিল ১৭৮৪৬৮। সে ও তার পরিবার অত্যান্ত খুশি। তার বাবা মোঃ ওমর ফারুক একজন রাজবাড়ী শহরে ক্ষুদ্র ব্যবসায়ী মা গৃহিনী। ফওজিয়া খানম অহনা তার মা বাবার একমাত্র সন্তান।
অহনা জানায় তার মায়ের অক্লান্ত পরিশ্রম ও সার্বক্ষণিক সহযোগিতায় তার এ ভাল ফলাফল। ২০১৫ সালেও জেএসসি পরিক্ষায় সে রাজবাড়ী জেলার মেয়েদের মধ্যে মেধা তালিকায় প্রথম হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল এবং ২০১২ পিএসসি পরীক্ষায় ও ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। সে ভবিষ্যতে বুয়েটে পড়াশোনা করতে ইচ্ছুক। রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এ বছর ৩১ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে, তার মধ্যে ১০ জন পেয়েছে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ৩৬ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। জেলায় তার নম্বর সর্বচ্চ ১৩০০ এর মধ্যে ১২১১। গড়ে ৯৫%। সে পরিচিতজন ও আত্মীয়দের কাছে দোয়াপ্রার্থী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়