বাংলাদেশ ভ্রমণের লক্ষে বাইসাইকেল চালিয়ে ২৬তম জেলা রাজবাড়ীতে আহসান হাবিব-
- Update Time : ০৮:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮
- / ১২ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
বাই-সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণের লক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পা রাখেন বাই-সাইকেল মো. আহসান হাবিব। তার এ ভ্রমণের ২৬তম জেলা প্রদক্ষিণের খাতায় নাম উঠলো রাজবাড়ী জেলার। মো. আহসান হাবিব গত ২ এপ্রিল ঠাকুরগাঁও পৌরসভার রাণী শংকৈল নিজ বাড়ি থেকে বাই-সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণের উদ্দ্যেশে যাত্রা শুরু করেছেন। ২৫তম মাগুরা জেলা বৃহস্পতিবার ত্যাগ করে শুক্রবার রাতে পাশ্ববির্ততে রাজবাড়ী জেলাতে প্রবেশ করেন তিনি।
শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রাজবাড়ী-১ আসনের এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা) আলহাজ্ব কাজী কেরামত আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাই-সাইকেল চালক মো. আহসান হাবিব।
বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণের প্রতিপাদ্য বিষয় তুলে ধরেছেন ‘বাংলাদেশ রাষ্ট্রীয়, সামাজিক জনকল্যান বাস্তবায়িত ও নির্মিত স্থান দর্শন এবং ৬৪ জেলার বিভিন্ন স্থান সম্পর্কে জানা ও জ্ঞান অর্জন করা’ই তার লক্ষ্য। ‘দেশী পণ্য বেশি বেশি করি ব্যবহার, এ দেশ তোমার আমার, দেশের অর্থ সঠিক কাজে করি ব্যবহার, এ দেশ তোমার আমার। আত্য স্বাস্থ্য হই সচেতন, পরিষ্কার পরিচ্ছন্নতায় করি জীবনযাপন ও সুন্দর হোক সবার মন’।
আহসান হাবিব জানান, আজ ২৬তম জেলা রাজবাড়ী প্রদক্ষিণ শেষ করে রাতের মধ্যেই ২৭তম জেলা হিসেবে ফরিদপুর জেলায় যাওয়ার জন্য রওনা হবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়