দৌলতদিয়ায় বোডিং থেকে মৃতদেহ উদ্ধার –

- Update Time : ০৯:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের রাজধানী বোডিংয়ের গোসলখানা থেকে আলমাছ হোসেন (৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার তাহিরপুর পাছিয়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া রেলস্টেশন এলাকার রাজধানী বোডিংয়ে বুধবার দিনগত গভীর রাতে আলমাছ হোসেন রাত্রি যাপনের জন্য ওঠে। বোডিংয়ের গোসল খানায় গোসল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোসলখানার দরজা ভেতর থেকে বন্ধ দেখে দরজা ছিদ্র করে তার মৃতদেহটি দেখতে পায় ওই বোডিংয়ের লোকজন। এ পরিস্থিতিতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মাসুদুর রহমান জানান, মৃতব্যাক্তির মোবাইল ফোন থেকে তার পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের খবর দেয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গোসলরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়