রাজবাড়ী সদরের ইউএনও’র বদলী জনিত সংবর্ধনা, নবাগত ইউএনও কে বরণ –

- Update Time : ০৮:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার দুপুরে রাজবাড়ীর কালেক্টরেট কোয়ালিট স্কুলের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফিকে বদলী জনিত সংবর্ধনা এবং প্রদান নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাহিদুজ্জামান খানকে বরণ করা হয়েছে।
এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, নবাগত ইউএনও মোঃ সাহিদুজ্জামান খানের সহধর্মীনি ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া ইসলাম লুনা, কালুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, কালেক্টরেট কোয়ালিটি স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী সেখ, বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আরা মিতা, সালমা নাসরিন, অমিতা চক্রবর্তী, শরিফুর রহমান, রোমানা আক্তার, সাহানা পারভীন, ফাহমিদা ইসলামসহ ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এর আগে ফুলের শুভেচ্ছা জানানো হয় বিদায়ী ও নবাগত ইউএনও কে। সে সাথে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ১ জানুয়ারী রাজবাড়ীর সাবেক সদর উপজেলা নির্বাহী অফিসার এবং বর্তমান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়