রাজবাড়ী’র পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন আসমা সিদ্দিকা মিলি –
- Update Time : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে আজ সোমবার সন্ধ্যায় যোগদান করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা।
তিনি গতকাল সন্ধ্যায় রাজবাড়ীর সার্কিট হাউজে পৌছান। সে সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন-এর নেতৃত্বে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, গোয়ালন্দ থানার ওসি মীর্জা আবুল কালাম, পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন, টিআই মৃদুল রঞ্জন দাসসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পর নবনিযুক্ত পুলিশ সুপার গার্ড অফ অর্নার প্রদান করতে আসা পুলিশ সদস্যদের সাথে কথা বলেন।
এর আগে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা জেলা সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক রাজবাড়ী কণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম”-কে জানান, তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি রাজবাড়ীকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গঠন করার সর্বোচ্চ চেষ্টা চালাবেন। সেই সাথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার বিদ্যমান সমস্যা নির্মূলের চেষ্টার পাশাপাশি বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ দমনে জিরো টলারেন্স ভুমিকা নিয়ে কাজ করবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেছেন।
জানাগেছে, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিয়া ও রিজিয়া খানমের কৃতি সন্তান আসমা সিদ্দিকা মিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২৪ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তি মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে ডি আর কঙ্গোতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি জাতিসংঘ শান্তিপদকে ভূষিত হন। ২০১৭ সালে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইজি ব্যাচ প্রাপ্ত হন। এ বছর পুলিশ সপ্তাহ-২০১৮ তে তিনি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক বিপিএম-সেবা’ পদকে ভূষিত হন। গত ৮ই জানুয়ারী রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (আসমা সিদ্দিকা মিলিকে) বিপিএম-সেবা’ পদক পরিয়ে দেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত ২৪৪ নম্বর প্রজ্ঞাপনে এ বদলী করা হয়। ওই প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি’র) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন) আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা’কে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে। সেই সাথে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা’কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলী করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়