বালিয়াকান্দিতে কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ-

- Update Time : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
- / ৩৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
আদিবাসীদের কথা চিন্তা করে কেকেএস স্কুল পরিচালনা একটি ভালো পদক্ষেপ। কয়েকদিন শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের কথা চিন্তা করেই তার ত্রাণ তহবিল থেকে কম্বল প্রদান করেছেন। আমরা তার প্রতিনিধি হিসেবে সঠিক ভাবে কম্বল প্রদান করছি। রাজবাড়ীর বালিয়াকান্দি কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সোমবার বিকালে শীতবস্ত্র বিতরণ করাকালীন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী এসব কথা বলেন।
বালিয়াকান্দি কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ে কেকেএসের পরিচালক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) তায়েব উর রহমান আশিক, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান মোল্যা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, কেকেএসের আকরাম হোসেন, কেকেএস শিশু বিদ্যালয়ের শিক্ষিকা বাসন্তী স্যানালসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ১১৬জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়