প্রতিমন্ত্রী হওয়ায় রাজবাড়ীর সেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের আনন্দ মিছিল-
- Update Time : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী হওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছে রাজবাড়ী জেলা শহরের সেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান শিক্ষক রেজাউল করিম- এর নেতৃত্বে শহরের একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি প্রতিমন্ত্রীর বাড়ীতে যায় এবং সেখানে বেশ কিছু সময় অবস্থান শেষে পুনরায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
ব্যান্ড পার্টি ও রোভার্সের বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ মিছিলে কলেজ শিক্ষক তপন কুমার পাল, হাফিজুর রহমান, চায়না রানী সাহা, দেলোয়ারা বানু, রিপন আহম্মেদ, নুরুন্নাহার, মাহফুজা খাতুনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা অংশ গ্রহণ করেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও নব্য প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, এ্যাডঃ ওয়াজেদ আলী চৌধুরীর ইন্তেকালের পর ১৯৯২ সালের উপ-নির্বাচনে কাজী কেরামত আলী প্রথম বারের মত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়, ২০০১ সালে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হলেও ২০০৮ সালে তৃতীয় এবং ২০১৪ চতুর্থ বারের মত নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের এমপি নির্বাচিত হবার পর তাকে বাংলাদেশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৪ সালের নির্বাচনের পর সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে অধিভুক্ত হন। একই সাথে তিনি দীর্ঘ ধরে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়