ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালুখালীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত –

- Update Time : ০৯:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৃহস্পতিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আগামী ১৪ জুলাই ২০১৮ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স কালুখালী এর আয়োজনে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২য় তলায় অনুষ্ঠিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আগের তুলনায় বর্তমান স্বাস্থ্য খাত অনেক উন্নত। একসময় স্বাস্থ্য ও অপুষ্টি জনিত কারণে রাতকানা, ডায়রিয়া, শিশুদের নাকদিয়ে কৃমি বের হওয়ার মত ইত্যাদি রোগ দেখা দিত। কিন্তু এখন মানসম্মত বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য সেবায় সকল বিষয়ে সবাই সচেতন। সর্বপরি তিনি ১৪ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সঠিকভাবে পালন করার জন্য উপস্থিত সকলকে সজাগ করে তোলেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শারমিন আক্তার। এসময় এসআই তালেবুর রহমানের সঞ্চালণায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা ও কালুখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ খোন্দকার আবু জালাল, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান এছাড়াও উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক ও রতনদিয়া বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আব্দুল মালেক, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শম্ভু নাথ দেবনাথ ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনসুর আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সভাপতি তিনি তার বক্তব্যে ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ করে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ ক্যাম্পেইন পালনে সজাগ ও আন্তরিকতা হওয়ার কথা বলেন। ক্যাম্পেইন সম্পর্কে তিনি বলেন এ ভিটামিন খাওয়ার পরে শিশুদের সামান্য বমি ভাব হতে পারে সে কারণে কেউ যেন ম্যিথা গুজব না ছড়ায় সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক সহ সকলকে সচেতন থাকতে বলেন। উল্লেখ্য এ ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৯ টি কেন্দ্রে ৬- ১১ মাস বয়সি ২১৭৫ জন শিশুর নীল রঙ্গের ১টি করে ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সি ১৭ হাজার ২৯৬ জন শিশুকে ১টি করে লাল রঙ্গের ক্যাপসুল খাওয়ানো হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়