রাজবাড়ী জেলা আঃলীগের সম্মেলনকে স্বাগত জানানো টিপুর ফেস্টুন ভাংচুর, মারপিট –

- Update Time : ১১:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে স্বাগত জানানো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপুর ফেস্টুন ভাংচুর এবং ফেস্টুন লাগানোর কাজে নিয়জিতদের মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানাগেছে।
শেখ সোহেল রানা টিপু জানিয়েছেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনকে স্বাগত জানানোর উদ্দেশ্যেই তিনি ফেস্টুন গুলো তৈরী করেছেন এবং ওই সব ফেস্টুর তিনি জেলা ব্যাপী লাগাচ্ছেন। অথচ রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় তার ফেস্টুন লাগানোর সময় কতিপয় ব্যক্তিরা বাঁধা প্রদান, ফেস্টুন ভাংচুর এবং ভ্যান চালক লিটন ও তার সাথে থাকা হাবিবকে মারপিট করে। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি কেন্দ্রীয় নেতাদের অবহিত করবেন বলেও জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়