বালিয়াকান্দি ইউএনও’র প্রচেষ্টায়, শিহাব ফিরে গেল মা-বাবার কাছে –

- Update Time : ১০:২৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ২৩৮৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের প্রচেষ্টায় শিহাব মুন্সী ফিরে গেল মা-বাবার কাছে।
মঙ্গলবার সন্ধ্যায় তার মা শিল্পী আক্তার ও পিতা আসাদুজ্জামান শানুর নিকট হারিয়ে যাওয়া শিহাবকে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। তার বাড়ী খুলনার সোনাডাঙ্গা থানার ৫৮ শের এ বাংলা রোডে।
ওমর আলী মোল্যা বলেন, তার ছেলে মোঃ আব্দুল্লা মোল্যা (২১) গত ৭ সেপ্টেম্বর আরো লোকজনসহ বাগেরহাটের খানজাহান আলীর মাজারে ভ্রমন করার জন্য যায়। মাজারের পাশে অসহায় অবস্থায় মোঃ শিহাব (৯) কে পড়ে থাকতে দেখে মানবিক বিবেচনায় আমার বাড়ীতে নিয়ে আসে। ছেলেটি তার পিতা, মাতা, গ্রাম কিছুই বলতে পারে না। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজ সেবা অফিসারকে অবগত করা হয়।
নিখোঁজ শিহাব মুন্সীর পিতা আসাদুজজামান শানু এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানায় গত ১০ সেপ্টেম্বর ৫১৬ নং জিডি দায়ের করেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে ও প্রমানাদিসহ শিহাব মুন্সীকে তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়