মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত রাজবাড়ীর জারিফের আইসিইউতে মৃত্যু

- Update Time : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / ৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) মৃত্যুবরণ করেছে। আজ শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে জারিফ ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরের ৬৩ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। এক ভাই ও এক বোনের মধ্যে জারিফ ছিল সবার ছোট ও আদরের।
জারিফের মৃত্যুর খবর নিশ্চিত করে তার চাচা রফিক উদ্দিন আহমেদ বলেন, “জারিফের মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সে ছিল খুব মেধাবী ও প্রাণবন্ত। তার মৃত্যু আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।”
জারিফের পরিবার ঢাকাতেই দীর্ঘদিন ধরে বসবাস করায় এবং তার মা ও বোনের ইচ্ছায় তাকে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাদ আসর ওই এলাকার মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে জারিফের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও অবস্থা সংকটাপন্ন ছিল।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলের চত্বরে একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়, তাদের মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থায় ছিল জারিফ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়