রাজবাড়ী সদর হাসপাতালের সামনে ব্যবসায়ীকে জখমের ঘটনায় গ্রেপ্তার ২

- Update Time : ১০:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় সিদ্দিক শেখ (৪৫) নামের এক ডায়াগোনেস্টিক সেন্টার মালিককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর পুলিশের যৌথ অভিযানে দুই এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানাগেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় ডায়াগোনেস্টিক সেন্টার মালিক ও জেলা শহরের কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখ ছেলে সিদ্দিক শেখকে গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে জেলা শহরের সজ্জনকান্দার রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ওই ঘটনায় গত মঙ্গলবার পুড়া পলাশ (৩০), খুর মানিক (৩২), বতল রানা (২৫), কুটি বিশ্বাস (৪০), লাবলু (৪৫) এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের হয়। (মামলা নং: ১৭), ধারা – ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড অনুযায়ী। মামলার পর রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে।
রাজবাড়ীর পুলিশ সুপার মো ঃ কামরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়। তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় সজ্জনকান্দা এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামী কুটি বিশ্বাস ও লাবলু কে গ্রেপ্তার করা হয়।
বুধবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব জানিয়েছেন, আসামীদের জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়