কালুখালীতে জামায়াতের দায়িত্বশীল সদস্যদের সমাবেশ

- Update Time : ০৫:০৪:২২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৩৫ Time View
আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক দের অংশ গ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) কালুখালী উপজেলার রতনদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা জামায়াতের আয়োজনে দায়িত্ব শীলদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আহ্বান করা হয়, অনুষ্ঠিত সমাবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এর নির্বাচন পরিচালনা কমিটির গঠনের নির্দেশ ও আগামী ১৯ জুলাই ঢাকা মহাসমাবেশে প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে কালুখালী উপজেলা জামায়াতের আমির মোঃ আঃ রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমীর এডভোকেট নূরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাশমত আলী হাওলাদার, জেলা সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী -২ সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুনুর রশিদ, জেলা বায়তুল মাল সম্পাদক ফেরদৌস রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়