রাজবাড়ীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

- Update Time : ০৮:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা, শ্রমিক ও মালিক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তারিফ-উল-হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফরিদপুর এর উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রম-মালিক সৌহার্দ্য এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রমিক সংগঠন ও মালিক প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়