রাজবাড়ীতে পুনাকের পিঠা উৎসব অনুষ্ঠিত, নানা আয়োজন
- Update Time : ১০:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বর্তমানে রেলপথ মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জিং মন্ত্রণালয়। এ রেলপথ মন্ত্রণালয়কে ক্ষতি করে গেছে আগের সরকার। গোল্ডেন হ্যান্ডসেখের কারণে এখন আমাদের ভালো ড্রাইভার, ফোরম্যান নেই, সব ক্ষেত্রেই একটা সমস্যা। এ সমস্যাগুলো দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই ঢেলে সাজানোর চেষ্টা করছেন।
শুক্রবার দুপুরে রাজবাড়ী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, রেলপথকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে ও জনগণের কল্যানে যাতে সার্ভিসটা উন্নত করতে পারে তার জন্য কাজ করা হচ্ছে। বন্ধ রেলপথ চালু, আধুনিকায়ন কাজ চলছে।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী শাখার সভানেত্রী হালিমা আখতার শিরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার। এসময় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, আওয়ামী লীগের নেতা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ফিতা কেটে মেলার উদ্বোধন, বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন, মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়