নারী সাইক্লিলিস্টদের নিয়ে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত

- Update Time : ০৫:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আমার জীবন আমার অধিকার বাল্যবিয়ে রুখবো এবার”- এই শ্লোগানকে সামনে রেখে নারী সাইক্লিলিস্টদের অংশগ্রহণে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয় থেকে এই বাইসাইকেল র্যালীর উদ্বোধন করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে ও প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানিক ভাই এই র্যালীর উদ্বোধন করেন, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদস্য পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পরে রাজবাড়ী জেলা শহরে বর্ণাঢ্য বাইসাইকেল র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ গ্রহণ করা শিক্ষার্থীরা জানিয়েন, এ ধরণের আয়োজন, তাদেরকে সাহসী করে তুলেছে। সচেতনতা বৃদ্ধিতে এই আয়োজন অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। তারা এ ধরণে কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধও জানিয়েছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, বাল্য বিবাহ ও আতœহত্যা নিয়ে তারা কাজ করছেন। বাংলাদেশে আত্মহত্যার প্রবতা বেড়েছে, আর এ ধরণে কর্মসূচী বাস্তবায়ন করে যদি আত্মহত্যার প্রবণতা কিছুটা কমানো যায়, সেটাই সফলতা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়