রাজবাড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু
- Update Time : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
- / ১৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীতে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় দ্ইু জন নিহত হয়েছে।
শনিবাব দুপুর আড়াইটার দিকে পাংশা হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আনু মন্ডল (৫৫) দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বার পাড়ার মৃত ভোলাই মন্ডলের ছেলে। এবং চন্দ্রিকা রাণী (২৮) পাংশা হোসেন ডাঙ্গার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা হতে বরিশালগামী একটি ট্রাক ( ঝিনাইদহ -ট ১১-১৮৬৭) চালক নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া বাইপাস সড়কের ডানপাশে দাঁড়িয়ে থাকা আনু মন্ডলের উপর দিয়ে উঠিয়ে দেয়। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাক ড্রাইভারের চোখে প্রচুর ঘুম থাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়েছে।
মৃত আনু মন্ডলের মামা সালাম বেপারী জানান, আনু পেশায় একজন হকার। ফেরিতে ফেরিতে হকারী করে কলা বিক্রি করে সংসার চালাতো। আনুর পরিবারে স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি হওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
অপরদিকে, রাজবাড়ীতে ট্রাকের চাপায় চন্দ্রিমা মন্ডল (২৭) নামে এক পোস্ট মাষ্টারের মৃত্যু হয়েছে। তিনি পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের ডাঃ অপূর্ব কুমার মন্ডলের স্ত্রী ও হাটবনগ্রাম পোস্ট অফিসের পোস্ট মাষ্টার। এ সময় মোটরসাইকেল আরোহী পাংশার হোসেনডাঙ্গা পোস্ট অফিসের পোস্ট মাষ্টার অবনি মোহন বিশ^াস (৭৩) মারাত্বক আহত হয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার চন্দনী চাঁদপুর এলাকায় পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগতির ট্রাক।
পাংশা হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান জানান, ধারনা করা হচ্ছে দ্রুত গতিতে কোন যানবাহন পাশ দিয়ে যাবার সময় হয়তো ওই নারী ভয়ে মোটর সাইকেল থেকে পড়ে চাকায় পৃষ্ঠ হয়েছে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘাতক যানটিকে চিহিৃত করার পাশাপাশি চালক সহ গাড়িকে আটকের চেষ্টা চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়