বঙ্গবাজারের অগ্নিকান্ড : রাজবাড়ীতে মহিলা পরিষদের সমবেদনা প্রকাশ
- Update Time : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ২৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। সহায় সম্বল হারানো ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ী, তাদের পরিবার ও কর্মচারীদের বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা গভীর সমবেদনা ও সহানুভ’তি জানাচ্ছে।
প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন শপিং কমপ্লেক্্ের, মার্কেট, স্থাপনা,গার্মেন্টস,গুদামঘর, কারখানা,বাড়িঘরে অগ্নিকান্ডের ঘটনায় মুহুর্তে ভস্মীভ’ত হচ্ছে সর্বস্ব,প্রাণহানী ঘটছে অসংখ্য মানুষের। ঈদুল ফিতরকে সামনে রেখে বঙ্গবাজারের ব্যবসায়ীরা অনেকেই লাখ লাখ টাকা লোন নিয়ে, কেউ নিজস্ব সব পুঁজি বিনিয়োগ করে দোকানে মালামাল তুলে কেনাবেচা করছিলেন। হাজার হাজার মানুষের জীবন জীবিকা,অন্নসংস্থান এই ব্যবসার সাথে জড়িত।পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদ পালনের স্বপ্ন দেখেছিলেন তারা। সাথে সচল হচ্ছিল দেশের অর্থনীতি। কিন্তু নিমিষেই খানখান হয়ে গেছে তাদের সব স্বপ্ন আশা ভবিষ্যত। তাদের আর্তনাদ আর হাহাকারে ভারী হয়ে উঠেছে। বঙ্গবাজারের আকাশ বাতাস। এই শোচনীয় অবস্থায় প্রেক্ষিতে রাজবাড়ী মহিলা পরিষদ নি¤েœাক্ত বিষয়সমূহের প্রতি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।
শপিং কমপ্লেক্স, স্থাপনা,গার্মেন্টস,হাসপাতাল,কারখানা, দোকান ইত্যাদি জনবহুল এলাকায় যথাযথভাবে অবিলম্বে ত্রুটিমুক্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা করা।
ত্রুটিপূর্ণ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি অপসারণ করে টেকসই নিরাপদ যন্ত্রাংশ স্থাপন ও যথাযথ তদারকিতে রাখা।
অগ্নিনির্বাপনের জন্য স্থাপনার কাছাকাছি উম্মুক্ত জলাধার/পুকুর/লেকে পর্যাপ্ত পানি মজুত রাখার ব্যবস্থা করে ফায়ার ব্রিগেডকে দ্রুত কাজ করার ব্যবস্থা করা। রাসায়নিক দাহ্য পদার্থের গুদামঘরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা।
আগুন লাগার মুহুর্তেই জনসাধারণকে সচেতন করার জন্য জোরালো হর্নযুক্ত এ্যালার্মিং সিস্টেম চালু করা।
গার্মেন্টস ফ্যাক্টরিসহ সকল স্থাপনায় আপদকালীন সময়ের জন্য বহুমুখী দরজা ও ইমার্জেন্সি নির্গমন পথের ব্যবস্থা করা। ঝুঁকিপূর্ণ ভবন,সংকীর্ণ পথ ও ঘিঞ্জি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান উপযুক্ত জায়গায় স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ।
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসাায়ীদের ক্ষতির প্রকৃত মূল্য নির্ধারণ করে জরুরীভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা।
অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করা।
১০.নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের যথার্থ কারণ উদঘাটন ও সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ।
১১. ফায়ার ব্রিগেড কর্মীসহ যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা।
১২. অগ্নিকান্ড বিষয়ে সাবধানতা অবলম্বন ও নিরাপত্তার ব্যাপারে জনসাধারণকে সচেতন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
বিবৃতিতে স্বাক্ষর করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডা: পূর্ণিমা দত্ত এবং ভারপ্রাপ্তসাধারন সম্পাদক নমিতা দাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়