গণমানুষের নেতা একজন কাজী কেরামত আলী
- Update Time : ০৮:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ৩৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার দুপুর দেড়টা। রাজবাড়ী জেলা শহরের পাট বাজার মোড় মনাক্কা টাওয়ারের সামনে একটি রিকশাকে ঘিরে মানুষের জটলা। সেখানে তখন অবস্থান করছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের ৫ বারের নির্বাচিত এমপি কাজী কেরামত আলী। তিনি ওই রিকশার উপর জনৈক এক ব্যক্তির আবেদনপত্রে স্বাক্ষর করে দিচ্ছিলেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর থেকে আসা জনৈক এক ব্যক্তি মনাক্কা টাওয়ারের সামনে আসেন এবং তিনি পথের মাঝেই এমপি কাজী কেরামত আলীকে তার আবেদনপত্র স্বাক্ষর করে দিতে বলেন। এমপি কাজী কেরামত আলী ওই ব্যক্তির কাছ থেকে আবেদনপত্রটি নেন এবং মনযোগ সহকারে তার কথা শোনেন। একই সাথে সেখানে থাকা একটি রিকশার সিটের উপর আবেদনপত্রটি রেখে স্বাক্ষর করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, এমপি কাজী কেরামত আলী সতিই একজন গণমানুষের নেতা। যার প্রমাণ তিনি হাতেনাতে পেলেন। অন্য কোন নেতা হলে, বাসায় না হলে অফিসে আসতে বলতেন। অথবা দিনের পর দিন ঘুড়াতেন।
সেখানে অবস্থানরত আওয়ামীলীগ নেতা ও স্থানীয় বাসিন্দারা বলেন, এমপি কাজী কেরামত আলী একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার মধ্যে অহংকার বোধ নেই। গণমানুষের সাথে সব সময় তার উঠাবসা। যে কোন প্রয়োজনে তার কাছে খুব সহজেই যাওয়া যায়। তিনি সর্বদা গণমানুষের কথা ভাবেন এবং গণমানুষের জন্য কাজ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়