রাজবাড়ী শহরের সজ্জনকান্দা ও নিউ কলোনীতে পৃথক অভিযান : ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- Update Time : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৪৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৫৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শফিকুল ইসলাম (৩৬) ও মোঃ শরিফুল ইসলাম বাঁধন (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান।
তিনি জানান, সকালে তার নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম শহরের নিউ কোলনী এলাকা থেকে মোঃ শফিকুল ইসলামকে ৪০০ পিস ও সজ্জনকান্দা সোনালী সংঘ ক্লাবের উত্তর পাশ থেকে শরিফুল ইসলাম বাঁধনকে ১৫০ পিস সহ গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় পৃথক দৃইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত শফিকুল নিউ কোলনীর মৃত আব্দুল করিম ও বাঁধন ধুঞ্চি সিলিসপুরের অআব্দুল বারেক মোল্লার ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়