ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
- Update Time : ০৬:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তাই মোংলা ও পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সোমবার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলায় মারাত্মকভাবে আঘাত হানবে। ১৩টি জেলার মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী। অর্থাৎ চট্টগ্রাম খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গায় এটি আঘাত হানবে এবং চট্টগ্রাম এবং কক্সবাজারের দ্বীপ অঞ্চলগুলোতেও বিশেষ করে মহেশখালী, সন্দীপ এগুলো ঝুঁকিপূর্ণ আছে। ’
এদিকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নদীর পানি উত্তাল হয়ে বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।
এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ। তবে ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছ।
বিআইডাব্লিউটিসি’র ট্রাফিক পরিদশর্ক মো. আফতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরবর্তী নিদেশ না দেওয়া পযর্ন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় সকল লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ’
এদিকে বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানিয়েছেন, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। – কালের কণ্ঠ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়