কোর্ট ম্যারেজ ! অতঃপর প্রাণ গেলো দশম শ্রেণীর ছাত্রীর
- Update Time : ১০:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রেমের সম্পর্ক ধরে কোর্টম্যারেজ, আর স্ত্রীর অধিকার চাইতে গিয়ে হতে হলো গঞ্জনার স্বীকার। যা সইতে না পেরে বাড়ীতে ফিরে এসে সকলের অগচরে প্রাণ দিলো মুক্তা খাতুন হীরা (১৭)। মুক্তা জেলা শহরের আলগাজ্জালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় মুক্তার বাবা শাজাহান ওরফে মনির প্রামাণিক বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
জেলা শহরের পূর্ব শ্রীপুর গ্রামের বাসিন্দা মুক্তার বাবা জানিয়েছেন, তার মেয়ের সাথে সদর উপজেলার ব্লøাহুরিয়া গ্রামের মোসলেম উদ্দিন বিশ^াসের ছেলে মোঃ সুজন ওরফে হীরা বিশ^াস (২১)-এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জের ধরে তারা গোপনে কোর্ট ম্যারেজ করে। তবে কোট ম্যারেজ করার পর থেকেই তার মেয়ে অন্যমনস্কা হয়ে পরে। কারণ বুঝতে গিয়ে তারা কোর্ট ম্যারেজের বিষয়টা জানতে পারেন। যে কারণে গত ৭ অক্টোবর দুপুরে তিনি তার মেয়েকে নিয়ে সুজন ওরফে হীরা বিশ^াসের বাড়ীতে যান। ওই সময় সুজন ওরফে হীরা বিশ^াসের পরিবারের সদস্যরা মুক্তা খাতুন হীরাকে সব দোষ দেয় এবং বলে “তোর মত খারাপ মেয়ের বেঁচে থাকার দরকার নেই, তুই গলায় দরি দিয়ে মর”। এনিয়ে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বাড়ী ফিরে আসেন। গত ১২ অক্টোবর ভোরে তার মেয়ে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। সেই সাথে একটি টিঠি উদ্ধার করে। যাতে আতœহত্যারপ্ররোচনার বিষয়টি উঠে আসে। এ কারণে তিনি বাদী হয়ে সুজন ওরফে হীরা বিশ^াসসহ ৩ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করে।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মুন্সি কামরুজ্জামান জানিয়েছেন, ওই ছাত্রীর ময়না তদন্ত করা হয়েছে। একই সাথে আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়