রাজবাড়ীর পাঁচুরিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আটক ২ –

- Update Time : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৬ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর অবস্থা বিরাজ করছে ইউনিয়ন গুলোতে। তবে বিচ্ছিন্ন ঘটনাও ঘটতে শুরু করেছে। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়ায় স্বতন্ত্র আনারস প্রতিকের সমর্থকরা শরিফুল ইসলাম নামে একজন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে। শরিফুল রাজবাড়ী সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে পাঁচুরিয়া ইউনিয়নের নৌকা প্রার্থীর একজন কর্মী।
নৌকা প্রার্থী কাজী আলমগীর জানিয়েছেন, ছাত্রলীগ নেতা শরিফুল ভান্ডারিয়ায় আওয়ামীলীগের অফিসের পাশে অবস্থান করছিলো। সে সময় অতর্কিত ভাবে আনারস প্রতিকের সমর্থকরা বেধড়ক মারপিটের পাশাপাশি তার হাত কুপিয়ে জখন করে। ওই সময়ই শরিফুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়