রাজবাড়ী থানায় জেকা বাজারের ব্যবস্থাপনা পরিচালক জাবের সহ ৪ জনের বিরুদ্ধে মামলা –

- Update Time : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
১৫ কোটি টাকা নিয়ে বিদেশে পালানোর চেষ্টার অভিযোগে রাজবাড়ীর এমএলএম কোম্পানী জেকা বাজার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৫ নভেম্বর) সকালে রাজবাড়ী থানায় ওই মামলাটি দায়ের করেছেন, জেকা বাজার লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে মুহাম্মাদ ইশানুর রহমান (২৫)।
মামলার আসামিরা হলো, রাজবাড়ীর এমএলএম কোম্পানী জেকা বাজার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও জেলার কালুখালী গ্রামের রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে জাবিউল্লাহ খান জাবের (২২) এবং জাবিউল্লাহ খান জাবেরের বাবা ও একই গ্রামের আকবর আলী শেখের ছেলে জেকা বাজার লিমিটেডের ব্যবসায়ীক অংশিদার শুকুর আলী (৬০), অপর ব্যবসায়ীক অংশিদার ঢাকার আশুলিয়ার জেবরা গ্রামের মোতালের প্রামানিকের ছেলে মিলন প্রামানিক (৩৫) ও জেলার বালিয়াকান্দি উপজেলার তেনাই গ্রামের শামুকখোলার সেকেন আলীর ছেলে নায়েব আলী (৪০)।
মামলার বাদী মুহাম্মাদ ইশানুর রহমান জানিয়েছেন, তারা এমএলএম কোম্পানী জেকা বাজার লিমিটেড রাজবাড়ীর জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলার ব্যবসায়ীক পার্টনার। গত ১১ মার্চ রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে সেখানে ব্যবসা করে আসছিলেন। তবে আসামিরা ব্যবসার চলমান ও জমাকৃত ১৫ কোটি টাকা নিয়ে গত ৭ নভেম্বর সকাল ৮টার পর থেকে আতœগোপন করে। তাদের ব্যবহৃত সকল মোবাইল ফোন বন্ধ, কোন ভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তিনি বিভিন্ন স্থানে খোজ খবর নিয়ে যানতে পেরেছেন ব্যবসায়ীক অর্থ প্রতারণার মাধ্যমে আতœসাৎ করে বিদেশে যাবার চেষ্টা পরিকল্পনা করছে। তাছাড়া ব্যবস্থাপনা পরিচালক জাবিউল্লাহ খান জাবের প্রতিষ্ঠানের ক্ষমতা হস্তান্তর না করায় এ ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এতে ক্ষতির সম্মুখিন হয়েছে প্রতিষ্ঠানের কয়েক হাজার বিনিয়োগকারী।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানাগেছে, গত ২ নভেম্বর রাজবাড়ীর এমএলএম কোম্পানী জেকা বাজার লিমিটেড প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করে। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। তবে গত ৯ নভেম্বরের মধ্যে বৈধ কাগজপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম জানিয়েছেন, রাজবাড়ীর এমএলএম কোম্পানী জেকা বাজার লিমিটেড-এর ১৫ জন পরিচালক এবং ২৫ হাজার গ্রাহক রয়েছে। অধিক মুনাফার লোভে কিছু গ্রাহক ২০ লাখ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ করেছে। গড়ে ১ লাখ টাকা করে বিনিয়োগ ধরলে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। তবে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার পর থেকেই ব্যবস্থাপনা পরিচালক জাবিউল্লাহ খান জাবের ঘটনার পর থেকেই আতœগোপনে।
তিনি সোমবার বিকালে আরো জানিয়েছেন, ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোমবার পর্যন্তও কোন বৈধ কাগজপত্র তাদের তাদের কাছে দাখিল করেনি। তবে জেকা বাজার লিমিটেড-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মাদ ইশানুর রহমান গত রবিবার রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত একটি আবেদনপত্র দাখিল করেছে। ওই আবেদনে তিনি বলেছেন, তারা আর এমএলএম ও বিজ্ঞাপন দেখে টাকা দেবার ব্যবসা পরিচালনা করবেন না। শুধুমাত্র পন্য বিক্রির ব্যবসা পরিচালনা করবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়