রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক শ্যামল কুমার মজুমদার গনেশ আর নেই –
- Update Time : ০৪:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৈনিক ইত্তেফাকের প্রাক্তন রাজবাড়ী জেলা প্রতিনিধি ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার মজুমদার গনেশ (৭২) রবিবার সকাল ৮টা ১০মিনিটে জেলা শহরের ভাজনচালা গ্রামের নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, সহকর্মীসহ অসংখ্য আত্নীয় -স্বজন রেখে গেছেন। দুপুরে রাজবাড়ী পৌর শ্বশানে তার শেষকৃত্যনানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া রাজবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের নেতৃত্বে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়