রাজবাড়ীর খানখানাপুর থেকে হাতেনাতে ৬ গাঁজা সেবী গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার –

- Update Time : ১১:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের হঠাৎপাড়া শ্বশানের ঘাটলাপাড়া থেকে হাতেনাতে ৬ জন গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে খানখানাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করে। সেই সাথে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গাঁজাসহ গাঁজা সেবনের সরঞ্জামাদিও উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের মৃত ইমান মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৫৮), মৃত ইন্তাজ মোল্লার ছেলে জহিরুল ইসলাম ডাবলু (৩২), মৃত আব্দুল মজিদ শেখের ছেলে আবুল কালাম আজাদ (৪৬), মৃত জলিল নৈলার ছেলে লিটন মিয়া (৩৫), পাশ্ববর্তী আলীপুর ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) ও রহমান শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (৩৮)।
মামলার বাদী ও খানখানাপুর পুলিশ ফাঁড়ির এএসআই পলাশ বড়–য়া জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৬ জনকে তারা গ্রেপ্তার করে। সেই সাথে ১শত গ্রাম গাঁজা, ১টি কোলকি, গাঁজা কাটার কাঠ, গাঁজা কাটার বাটুলি ও চারটি গ্যাস লাইটসহ গাঁজা সেবনের সরঞ্জমাদি উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, রাজবাড়ী সদর থানার এসআই মোঃ কামরুজ্জামান শিকদার, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজবাড়ী থানার মামাল নং-০৩ তাং-০১/১০/২১খ্রিঃ ধারা ১৪৩/৩০৭/৩২৬/৩২৩/৩৭৯ পেনাল কোড এর আসামী ও সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের মৃত হাসেম মুন্সির ছেলে মো: কালা মুন্সি (৪৭) কে গ্রেফতার করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়