রাজবাড়ীতে করোনা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাইলো স্বাস্থ্য বিভাগ –

- Update Time : ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“করোনা প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিসেফের সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করে রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিসেফফের এমএনসিএএইচ অফিসার ডা. ফারহানা আহমদ, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুজহাত সুলতানাসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
সভায় চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা তুলে ধরে তাঁদের সহযোগিতায় গ্রামীণ জনপদে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সভায় জেলার ৪২ টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামরা অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়