রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন –
- Update Time : ১১:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা)-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা ৫টি উপজেলার ও রাজবাড়ীর পৌরসভার দলের অংশ গ্রহণে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিকুলজ্জামান, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ সংশ্লিষ্ঠরা।
উদ্বোধনী খেলায় বালক গ্রুপে ২-০ গোলে কালুখালী উপজেলা দলকে হারিয়ে বালিয়াকান্দি এবং বালিকা গ্রুপে বালিয়াকান্দিকে হারিয়ে রাজবাড়ী পৌরসভা দল ১-০ গোলে বিজয়ী হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়