আমাগের পরানের বালেকান্দির ৭শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ –

- Update Time : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ৩৪ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
অরাজনৈতিক ও সামাজিক জনপ্রিয় ফেইসবুক পেইজ আমাগের পরানের বালেকান্দি পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। এসময় বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, আমাগের পরানের বালেকান্দির প্রধান উপদেষ্টা ড. মেজর (অবঃ) আবু সাঈদ রেজা, এডমিন চৌধুরী মাহফুজুল কবির জুয়েল, কো-এডিটর পিনাকী দাস, রতœা সরকার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এম,এম আশরাফুল ইসলাম রতন, আমাগের পরানের বালেকান্দির ফারুক হোসেন, রেহেনা পারভীন রিনা প্রমুখ।
পরে পর্যাক্রমে নারুয়া, জঙ্গল, নবাবপুর, ইসলামপুর, জামালপুর ও বহরপুর ইউনিয়নে ১শত করে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আমাগের পরানের বালেকান্দির হোক বালিয়াকান্দি বাসীর সুখ-দুঃখের সাথী। ইতিমধ্যেই সাপ্তাহিক চিকিৎসা পরামর্শ, কৃষি পরামর্শ, গানে গানে আড্ডাসহ বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়