দেশসেরা চমচম তৈরীর কারিগর রাজবাড়ীর ভাদু সাহার পরলোক গমন –

- Update Time : ০১:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১২৬ Time View
স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
নামে বিখ্যাত টাঙ্গাইলের চমচম। যদিও রাজবাড়ীর চমচম মুখে তুলেছন এমন ভোজন রসিকদের বেশিরভাগই অবশ্য উল্টো কথা বলেন। স্বাদমতো মিষ্টি আর খাঁটি দুধে তৈরি খিরসা’র পারফেক্ট প্রলেপে একেবারে ভিন্ন রাজবাড়ীর চমচম। জেলায় তো বটেই, গোটা দেশেই আছে রাজবাড়ীর চমচমের নাম। আর সেই চমচমের স্রষ্টা বা প্রধান কারিগর নির্ম্মল কুমার সাহা ওরফে ভাদু সাহা।
রাজবাড়ী বাজারের বিখ্যাত ‘নির্মল মিষ্টান্ন ভান্ডার’-এর মালিক ভাদু সাহা পরোলোক গমন করেছেন। মৃত্যুকালে জেলা শহরের সজ্জনকান্দা নারায়ন চক্রবর্তী সড়ক এলাকার বাসিন্দা ভাদু সাহার বয়স হয়েছিলো ৮৭ বছর।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ফরিদপুর আড়াইশত শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনী, ডায়াবেটিস, রক্তে ইনফেকশন ও নিউমোনিয়া সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী শহরের ভবানীপুর পৌর মহাশ্মাশানে তার শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তার মুত্যুতে রাজবাড়ী বাজারের মিষ্টি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে শোক পালন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়