রাজবাড়ীর বরাটে অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করলেন এসপি –

- Update Time : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চলতি বর্ষা মৌসুমে চরমপন্থী সর্বহারা ও সন্ত্রাসীদের আনাগোনা রোধে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর তীর সংলগ্ন বরাট ইউনিয়নের কাঁচরন্দে অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বরাট আকিরন নেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম।
সে সময় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, বরাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, বরাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সনাতন কুমার মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জনগণের জান ও মাল রক্ষার নিবেদিত ভাবে করছে রাজবাড়ী জেলা পুলিশ। জেলা শহর থেকে বরাট ইউনিয়নটি প্রায় ৭ কিলো মিটার দুরে। তাছাড়া পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় চলতি বর্ষা মৌসুমে চরমপন্থী সর্বহারা ও সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। এই বিষয়কে সামনে রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনো অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ক্যাম্পে একজন এসআই, দুই এএসআইসহ ১৬ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক অবস্থান করবেন। একই ভাবে সদর উপজেলার দুরবর্তী এলাকা গুলোতেও পর্যায়ক্রমে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়