ঈদুল আযহা উপলক্ষে বালিয়াকান্দিতে সামাজিক দুরত্ব মেনে বসবে পশুরহাট –

- Update Time : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ৩৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা অডিটরিয়ামে আসন্ন কুরবানীর পশু হাটে ক্রয়-বিক্রয়ের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে পশু হাট বসানো সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান ,নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সভাপতি আতাউর রহমান, নারুয়া বাজার বনিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক আঃ গনি শেখ, জামালপুর বাজারের সাইফুল বিন খালেক, বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সহ-সাধারন সম্পাদক আলী আকবরসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে পশু হাট বসানোর সিদ্ধান্ত গৃহিত হয় একই সাথে বাজারের প্রবেশ দ্বারে হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা রাখতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়