মৃ্ত এক নারীহ ২ জন করোনা পজেটিভ: রাজবাড়ীতে মোট আক্রান্ত ৭৬! –
- Update Time : ০৩:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ২৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মৃত এক নারীসহ ২ জনের দেহে করোনাভাইরাসের নমুনা সনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট ৭৬ জনের দেহে কোভিড-১৯ সনাক্ত হলো।
গত বৃহস্পতিবার (৪ জুন) তাদের রিপোর্ট হাতে পৌছায়। ৩১ মে পাঠানো ১শ ৭১ জনের নমুনা পাঠিয়ে দুই জনের দেহে করোনাভাইরাসের জীবানু পাওয়া গেলো। এর মধ্যে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের এক নারী গত ৩১মে জ্বর ,ঠান্ডা ও বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। তার নমুনাও পাঠানো হয়েছিলো, ওই নারীর দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। ফলে ওই নারীসহ আরও দুইজনের দেহে করোনা ভাইরাস জীবানু পাওয়া গেলো।
এর আগে বুধবার রাতেও গোয়ালন্দের ১০ জন ও সদর উপজেলার ২ জন সহ মোট ১২ জনের দেহে করোনা ভাইরাস ধরা পরে।
জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭৬ জন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ১৩ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি এবং অন্যরা হোম আইসোলেসনে তাদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান, সারা দেশের মত আমাদের রাজবাড়ীতেও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা সম্ভব হবে না। হাসপাতালেই করোনা চিকিৎসা করতে হবে এমন নয় এর কোন দরকারও নেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়