সৌখিন শিকারির বড়শিতে ১০ কেজি’র চিতল!-

- Update Time : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ৫৬ Time View
মোঃ শামিম,রাজবাড়ী বার্তা ডট কম :
ইলিশের প্রজনন কাল বলে প্রায় দু’মাস নিষিদ্ধ ছিলো পদ্মায় মাছ ধরা। দিন ক’য়েক আগেই উঠে গেছে সেই নিষেধাজ্ঞা। আর তাতেই পদ্মার রাজবাড়ী অংশে লেগে গেছে মাছ মারার ধুম। নিয়মিত মৎসজীবিদের পাশাপাশি পদ্মার নানা প্রান্তে দেখা মিলছে সৌখিন মৎস শিকারীদের। তাদেরই একজনের বরশীতে গেঁথেছে ১০ কেজি ওজনের চিতল মাছ!আর স্বভাবতই মাছটি ধরা পরার পর আনন্দে উদ্বেলিত সৌখন মাছ শিকারী।
জানাগেছে, সদর উপজেলার দাদশী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন পদ্মা নদীর লালগোলা এলাকায় বরশী দিয়ে মাছ শিকার করতে যান। বিকালা ৩টার দিকে তার বরশীতে ওই চিতল মাছটি ধরা পরে। তিনি মাছটি বাড়ীতে নিয়ে গেলে পাড়ায় হুল্লোড় পরে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, পদ্মায় এখনো বড় আকারের মাছ রয়েছে। যদিও সংখ্যায় কম কিন্তু বড় মাছের দেখা এখনো পাওয়া যায় এক সময়ের এই প্রমত্তা পদ্মায়! এ সময় অনকে আক্ষেপ করে বলেন, ‘অথচ এক সময় এমন আকারের মাছ অহরহই মিলতো এই পদ্মায়। কিন্তু মানুষই পদ্মাকে নষ্ট করে ফেলেছে।’
জানা গেছে, পদ্মার রাজবাড়ী প্রান্তে একাধিক বাঁধ দিয়ে নদীর গতি-প্রকৃতি পরিবর্তন ছাড়াও নদী দূষণ করেছে পদ্মা পাড়ের মানুষ। প্রমত্তা পদ্মাও তার প্রতিশোধ নিয়েছে বারবার। একাধিকবার বন্যায় ডুবিয়ে দিয়ে গেছে রাজবাড়ীসহ আশেপাশের শহর-গ্রাম-গঞ্জ। তবুও হুঁশ হয়নি মানুষের, পদ্মাকে দূষিত করে গেছে তারা। তাতে করে, ভরা বর্ষায় যে পদ্মায় ইলিশে উপচে পরতো, সেই পদ্মাতেই এখন ইলিশ মেলে হাতে গোনা।
স্থানীয়রা বয়জেষ্ঠ্যরা পদ্মার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘পদ্মাকে আদরে রাখলে সেও মানুষকে মুঠো ভরে এমন উপহার দেবে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়