আজও দৌলতদিয়া ফেরি ঘাটে উপচে পরা ভীর! –

- Update Time : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একদিকে গার্মেন্টসসহ স্বল্প পরিসরে শিল্প কারখানা খুলে দেওয়ার ঘোষণা, অন্যদিকে চলছে লকডাউন। কিন্তু চাকরী হারানোরে ভয়ে লকডাউন উক্ষো করেই ঢাকামুখি হচ্ছে রাজবাড়ীসহ দক্ষিণের ২১ জেলার শ্রমিক ও কর্মচারীরা। আর সে কারণেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ফেরি ঘাটের পল্টুনে ঢাকামুখি যাত্রীর উপচে পরা ভীর। তবে শুধু ঢাকামুখিই নয় বরং সুযোগ পেয়ে ঘরমুখি যাত্রীরাও ভীর করছেন ফেরীঘাটে।
আর ভীরের কারণে ধরে রাখা যাচ্ছে না সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা। যে যার মতো করেই ওঠানামা করছে ফেরিতে। যদিও এমন অস্থির পরিবেশের মধ্যেও ঘাটে দেখা মেলেনি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের।
সোমবার সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুনে শতশত যাত্রী ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এসময় ঢাকা থেকে শতশত যাত্রী ফেরি পার হয়ে আসছে। আর যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় না রেখে বরং গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করতে দেখা যায়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মোঃ মুন্নাফ বলেন, “ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। এত যাত্রী আটকানো সম্ভব নয়।”
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়