পাংশার যশাই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত, ত্রাণের চাল নয় দাবী সিদ্দিকের –

- Update Time : ০৭:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের গোউডাউন থেকে ১শ ৩৪ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানকে সাময়িক ভাবে বরখান্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহম্মেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে।
ওই প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের বিরুদ্ধে সরকারী ত্রাণের চাল আতœসাতের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং রাজবাড়ীর জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ -এর ৩৪ (৪) ধারা অনুযায়ী ওই চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। সংগঠিত অপরাধমূলক কার্যক্রমের প্রেক্ষিতে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সে কারণে তাকে ওই পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
তবে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল জানান, তার ইউনিয়নের বিরু মন্ডলের ঘাটের কাচা রাস্তার উন্নয়ন কাজের জন্য চার টন কাবিখার চাল তাকে বরাদ্দা দেয়া হয়েছিলো। ইতোমধ্যে ওই কাজ শুরুও করা হয়অ তবে চলতি করোনা ভাইরাসের প্র্দাুর্ভাবের কারণে কাজটি স্থগিত রাখা হয়েছে। তার কাছে উপযুক্ত প্রমাণপত্রও রয়েছে। মূলত একটি শক্তিশালী চক্র তাকে ষড়যন্ত্র মূলক ভাবে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল জেলার পাংশা পৌরসভার বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের একতলা ভবনের গোউডাউন থেকে ইউএনও’র উপস্থিতিতে ১৩৪ বস্তা সরকারি চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই গোউডাউনে অবস্থান করা আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে পাংশা থানায় চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়