পাংশার বহলাডাঙ্গা-হাটবনগ্রাম সড়কের বিজ্রটি যেন মরন ফাঁদ ! –
- Update Time : ১০:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮
- / ৩২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা-হাটবনগ্রাম সড়কের বিজ্রটি মরণ ফাদে পরিনিত হয়েছে। শুক্রবার ভোরে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জয়েন্তী হাজরা গ্রামের আমির হোসেন তার পরিবারের ২সদস্য নিয়ে তার শশুড়’র মৃত্যুর সংবাদে শশুড়বাড়ী রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল গ্রামে যাওযার সময় বহলাডাঙ্গা -হাটবনগ্রাম সড়ক দিয়ে যাওয়ার পথে মরন ফাদ হওয়া বিজ্রে উঠা মাত্রই মোটর সাইকেল নিয়ে পড়ে সকলেই আহত হয়। এসময় স্থানীয়রা ছুটে এসে তাদের টেনে তোলেন। এরুপ দুর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা প্রতিনিয়তই। বহলাডাঙ্গা গ্রামের একাধীক কৃষক বলেন প্রায় ২বছর হল বিজ্রটি এরুপ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে আছে যেন দেখার কেউ নেই। কৃষকের উৎপাদিত ফসল বাড়ী নিতে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে এ সড়ক দিয়ে শরিসা ইউনিয়নের সব চেয়ে বড় বাজার বৃত্তিডাঙ্গা ও কলিমহর ইউনিয়নে অবস্থিত হাটবনগ্রামের বাজারে বিভিন্ন জেলা থেকে কৃষি পূন্য ক্রয় বিক্রয় করার জন্য লোকজন আসলেও সম্প্রতি বিজ্রটি ক্ষতিগ্রস্থ হওয়ায় অনেক ব্যবসায়ী বিকল্প পথে যাওয়া আসা করায় বাজারে দুরের ক্রেতা বিক্রেতাদের সমাগম কম হচ্ছে ফলে স্থানীয় কৃষকরা নানা সময় কৃষকের উৎপাদিত পূন্যের নায্যমুল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে কৃষকদের দাবী। এ ব্যাপারে শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন আমি একাধীকবার উপজেলা সমন্নয় কমিটিতে বিষয়টি উত্থাপন করেছি একই সাথে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানকে অবগত করেছি তবে দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়