১৬ বছর পর পাংশা পৌরসভার কাউন্সিলরসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ১৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাঁদাবাজি, মারধর, বসতবাড়ী দখল ও লুটপাটের অভিযোগে ১৬ বছর পর রাজবাড়ীর পাংশা আমলী আদালতে পৌরসভার কাউন্সিলরসহ ২১জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার মামলাটি দায়ের করেছেন, রাজবাড়ীর পাংশা উপজেলার ঢেঁকিপাড়া গ্রামের মৃত রব্বান প্রামানিকের ছেলে ব্যবসায়ী হাবিবুর রহমান হাবু।
মামলার আসামীরা হলো, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুরাপ মন্ডল, তার ছেলে মোঃ রফিক মন্ডল, ইমরান মন্ডল, ইকবল মন্ডল, কালুখালীর মোঃ নজরুল ইসলাম, মোঃ নাসির উদ্দিন, পাংশার মোঃ আজগর আলী, মোঃ জামাল প্রামানিক, মমিন বিশ^াস, মোঃ মাহমুদ সরদার, মোঃ বাবু কাজী, জহুরুল আলী, নিলু মন্ডল, সাহেব আলী, শাহিন বিশ^াস ওরফে ডিস শাহিন, মামুন, মুন্নাফ মোল্যা, আলামিন, দিপোক, জুম্বর মন্ডল।
মামলার বাদী ব্যবসায়ী হাবিবুর রহমান হাবু বলেন, তিনি গার্মেন্সের দোকানী ও বিএনপির কর্মী। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর মারপিট ও চাঁদাদাবি করে। ২০১৯ সালের ২০ জানুয়ারী সকালে পাংশা পৌরসভার ঢেঁকিপাড়া ৫২শতাংশ জমির উপর বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে তাকে জোড়পুর্বক অস্ত্রের মুখে জিম্মি করে পাংশা রেজিষ্ট্রি অফিসে নিয়ে জমিসহ বাড়ী লিখে নিয়ে তাড়িয়ে দেয়। এরপর ৫ বছর পরিবার পরিজন নিয়ে গা ঢাকা দেন তিনি। পরে এলাকায় ফিরে ব্যবসা শুরু করলে পুনরায় চাঁদাদাবি করে। ২০২৩ সালের ২২ মে মোকাম করার জন্য বাড়ী থেকে বের হলে ২লক্ষ টাকা চাঁদাদাবি করে। টাকা দিতে অস্বীকার করায় মারপিট ও কুপিয়ে জখম করে কাছে থাকা ১লক্ষ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ফেলে রেখে যায়। পরে লোকজন তাকে পাংশা হাসপাতালে ভর্তি করে। সেখানেও তাকে হুমকি প্রদান করেন।
মামলার বাদীর আইনজীবি এ্যাড. রাকিবুল ইসলাম রুমা ও এ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন, মামলাটি গ্রহণ করে বিচারক তদন্ত পূর্বক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়