আগামী ৫দিনের মধ্যে রাজবাড়ীতে বন্যার কোন সম্ভাবনা নেই
- Update Time : ০৮:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম.এ শামীম বলেছেন, বন্যা নিয়ে আতঙ্কিত হবার কিছু নাই। কারণ ফারাক্কা বাঁধের গেট বর্ষা মৌসুমে কম বেশি খোলা থাকে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্ভাবাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ৫দিন রাজবাড়ীতে বন্যা হবার কোন সম্ভাবনা নাই। এছাড়া গত কয়েকদিন ধরেই পদ্মার পানি কমছে। তারপরও বেড়ি বাঁধের ঝুকিপ্রাপ্ত স্থান গুলো তারা পর্যবেক্ষণ করছেন। কোন ধরনের সমস্যা মনে হলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় ভাঙন ও বন্যা অআতঙ্ক দেখা দিয়েছে পদ্মা তীরবর্তী এলাকায়। তবে প্রতিদিনই কমছে রাজবাড়ীর পদ্মা নদীর অংশের পানি। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ১২ এবং সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার কমেছে পদ্মার পানি। তবে এখন পর্যন্ত পাংশা সেনগ্রাম পয়েন্টের কোন তথ্য পাওয়া যায় নাই।
বুধবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ড সুত্রে এ তথ্য জানাগেছে।
নদী তীরবর্তী জেলা রাজবাড়ী। এ জেলার ৫ উপজেলার মধ্যে বালিয়াকান্দি ব্যতিত ৪ উপজেলা রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলা পদ্মা নদীর তীরবর্তী। প্রতিবছর বর্ষায় বাঁধের বাইরে থাকা নিম্নাঞ্চল প্লাবিত হলেও নদীর কোল ঘেষে শহর রক্ষা বাঁধ থাকায় বন্যার হাত থেকে রক্ষা পায় জেলাবাসী। এবার ফারাক্কা বাঁধ খুলে দেবার খবরে জনমনে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।
জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাগেছে, ২৮ আগষ্ট সকাল ৯টা পর্যন্ত রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ৮.২০ মিটারের স্থানে ৬.৭৮ মিটার এবং রাজবাড়ী সদরের মহেন্দ্রপুরে ১০.৫০ মিটারের পদ্মার পানি রয়েছে স্থানে ৮.০১ মিটার ।
পদ্মা তীরবর্তী বাসিন্দা হারুন, আনোয়ার হোসেন বলেন, তার এখন দিন রাত সব সময় ভয়ে আছেন। কখন পানি চলে আসে। শুনেছেন ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে পানি আসে নাই। তাদের ফসলি জমি নদীতে ভেঙ্গে যাচ্ছে। এ অবস্থায় যদি বন্যা হলে আরও ভাঙবে। তাছাড়া বন্যা হলে পরিবার-পরিজন ও গবাদি পশু নিয়ে কোথায় যাবেন। বন্যা না হওয়াই ভাল। বন্যা হলে সবার জন্য কষ্টকর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়