রাজবাড়ীতে জামায়াত নেতা রাজু আহম্মেদ গ্রেপ্তার, থানায় মামলা
- Update Time : ১০:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৫১২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোপন সভা থেকে ককটেল, বই, লিফলেট, ফরম উদ্ধার করার পাশাপাশি রাজবাড়ীতে মোঃ রাজু আহম্মেদ (২৯) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। রাজু রাজবাড়ী জেলা শহরের ধুনচি গ্রামের মোঃ জিলাল ব্যাপারীর ছেলে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ড শাখার আমির। এ ঘটনায় রাজুসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজুকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী ও রাজবাড়ী থানার এসআই মোঃ কামরুল হাসান জানান, গত বুধবার ভোরে তারা জানতে পারেন গ্রেপ্তারকৃত জামায়াত নেতা রাজুর বাড়ীতে গোপন বৈঠক চলছে। তারা মূলত কোটা আন্দোলনকে সামনে রেখে সরকারকে বেকায়দায় ফেলবার উদ্দেশ্যে রাজবাড়ীর সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক ভাংচার, অগ্নি সংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশে একটি ভীতিকর অবস্থার সৃষ্টির লক্ষে গোপনে শলাপরামর্শ করছিলো। ওই সংবাদের ভিত্তিতে থানা পুুলশের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। সে সময় বৈঠককারীরা দৌড়ে পালিয়ে যায়। তবে তারা রাজুকে গ্রেপ্তার করতে সমর্থ হন। সে সময় তার বসতঘর থেকে জামায়াতের ৪টি চাঁদা আদায় রশিদ বই, জামায়াতের পাঠ্যসূচী সম্মলিত ৩টি বই, ৭০টি লিফলেট, ৪০টি সদস্য ফরম, রিপোর্ট ফরম ২৫টি, লাল টেপে মোড়ানো ২টি অবিস্ফোরিত ককটেল, ব্যক্তিগত রিপোর্ট বই ১০টি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ লিয়াকত হোসেন জানান, মামলার অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়