রাজবাড়ীতে পোড়াদহ গামী শাটল ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘন্টা পর উদ্ধার
- Update Time : ১০:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহ গামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে রেল কতৃপক্ষ বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিসহ ট্রেনটি উদ্ধার করতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, ফিড মিলের পেছনের এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। তবে এতে কোন যাত্রী বা আশেপাশে থাকা বাড়িঘর ও মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন। তারা জানান মাঝে মধ্যেই এ এলাকায় ট্রেনের এমন ঘটনা ঘটে। এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চান তারা।
রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর বলেন, শাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে আসে। ৭ টা ৪০ মিনিটে ট্রেনটি গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এলে ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়। এ রুটে অন্য কোন ট্রেন না থাকায় কোন শিডিউল বিপর্যয় নেই। বগি উদ্ধার করার জন্য রাজবাড়ী থেকে টিম পাঠিয়ে সকাল ১১টার দিকে বগিটি উদ্ধার করে ট্রেনটি গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী হয়ে কুষ্টিয়ার পোড়াদহ পর্যন্ত এই ট্রেনটিই বর্তমানে যাত্রী সেবা দিয়ে আসছে। গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রেললাইনে চলাচল করছে ট্রেন। উচুনিচু ও আঁকাবাঁকা রেললাইনে নেই পাথর। খুলে গেছে সংযোগ পয়েন্টের নাট-বল্টু। বহু বছরের পুরানো কাঠের স্লিপারগুলো পচে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রেনের গতি কমিয়ে চলাচলের নির্দেশনা দিয়েই দায় সারছে রেল কর্তৃপক্ষ। এরআগে ২০২৩ সালের ২৮ আগস্ট এ রুটে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রুটটিতে ১১ ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ। একই বছরের ১৪ অক্টোবর নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়